শুরুর আগেই বরাবরের মতো বিতর্ক, আজ মাঠে গড়াচ্ছে বিপিএল
বিপিএল আর বিতর্ক যেন মিলেমিশে একাকার। বিপিএল আসলেই নানা বিতর্কিত ঘটনা ঘটে। নানা কেলেঙ্কারি হয়। এমন সব আজগুবি, অভিনব কাণ্ড ঘটে, যা নিয়ে চলে রটনা, গুঞ্জন। প্রতিবারই কোনো না কোনো কারণে বিপিএল হয় বিতর্কিত। বিপিএলের গায়ে লাগে নানা কালো আঁচড়। এবারও আসর শুরুর আগেও ব্যতিক্রম হলো না।
খেলা মাঠে গড়ানোর আগে হুট করে এক দলের মালিকের দল পরিচালনা না করার ঘটনায় বিস্মিত সবাই। ওই ঘটনার মধ্য দিয়ে খেলা মাঠে গড়ানোর আগেই প্রশ্নবিদ্ধ হলো বিপিএল ২০২৫-২০২৬।
প্রশ্ন উঠলো, আগেরবার ফ্র্যাঞ্চাইজি নির্বাচন নিয়ে কতই না কথা হলো। নানা সমালোচনা। হাজারো তীর্যক, নেতিবাচক কথাবার্তা। এবারও দেখি ফ্র্যাঞ্চাইজিদের সেই একই অবস্থা। খেলা শুরুর আগে এক দল সরে গেল। বাকি যে ৫ দল থাকলো, তাদের মালিকরা কী করবে? সেটাই দেখার। সে প্রশ্ন সামনে রেখেই আজ ২৬ ডিসেম্বর পুণ্যভূমি সিলেটে পর্দা উঠছে এবারের বিপিএলের।
সেই শুরু থেকে বিপিএল হয়ে আছে অব্যবস্থাপনার এক আসর। এমন এক আসর, যাতে অনিয়ম, অব্যবস্থাপনা, অদ্ভুত কাণ্ডই নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়ায়। শুরুতে প্রতিযোগিতার ফরম্যাট, নকআউট পর্বে কে কার সঙ্গে খেলবে-এসব নিয়ে ছিল নানা অনিয়ম, অব্যবস্থাপনা। সঙ্গে ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধে গড়িমসি। পারিশ্রমিক পেতে ক্রিকেটারদের নাভিশ্বাস।