আজ মুক্তি পাচ্ছে ‘স্ট্রেঞ্জার থিংস ৫’ এর নতুন তিন পর্ব

যুগান্তর প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ১৩:৩৮

স্ট্রিমিং যুগের অন্যতম জনপ্রিয় সিরিজ স্ট্রেঞ্জার থিংস (Stranger Things) প্রায় ১০ বছর পর এবার শেষ হতে যাচ্ছে। এর শেষ সিজন স্ট্রেঞ্জার থিংস ফাইভ মোট ৮টি পর্বে মুক্তি পাচ্ছে এবং এটি তিন ধাপে প্রকাশ করা হবে।


প্রথম চারটি পর্ব ইতোমধ্যেই ২৬ নভেম্বর নেটফ্লিক্স-এ প্রিমিয়ার হয়েছে। পরবর্তী তিনটি পর্ব, অর্থাৎ পর্ব ৫ থেকে ৭, বড়দিনে ২৫ ডিসেম্বর মুক্তি পাবে। আর শেষ পর্বটি দেখা যাবে বছরের শেষ দিন, ৩১ ডিসেম্বর।


নির্মাতা প্রতিষ্ঠান ডাফার ব্রাদার্স জানিয়েছে, এই সিজন হবে সিরিজের মধ্যে সবচেয়ে ভয়ানক অধ্যায়। চতুর্থ সিজনের শেষে হকিন্স সিটি ‘আপসাইড ডাউন’-এর কবলে পড়েছিল, আর এই সিজনে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বড় ধরনের লড়াই ঘটার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও