৫৫ বছরের ইতিহাসে অবিস্মরণীয় ঘটনা ঘটতে যাচ্ছে: সালাহউদ্দিন আহমদ

যুগান্তর প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ১১:০২

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে বাংলাদেশের বিগত ৫৫ বছরের ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা ঘটতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। 


বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি গেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।


সালাহউদ্দিন আহমদ বলেন, ‘তারেক রহমানকে একনজর দেখার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি। আজ যা ঘটতে যাচ্ছে, তা দেশবাসী দেখবে, সারা বিশ্ববাসী দেখবে। ইনশাআল্লাহ, আমরা এই মুহূর্তটিকে ভবিষ্যতের জন্য একটি ঐতিহাসিক দলিল হিসেবে ধরে রাখতে পারব।’ 


তিনি বলেন, ‘আমরা দীর্ঘ ১৭ বছর অবিরাম সংগ্রাম করেছি ভোটাধিকার ও গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেই আন্দোলনের সফল সমাপ্তি হয়েছে; স্বৈরাচারের পতন হয়েছে এবং গণতন্ত্র অবমুক্ত হয়েছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও