হাদির হত্যার বিচারে ৩ দাবি ইনকিলাব মঞ্চের
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার ৩০ কার্যদিবসের মধ্যে সম্পন্নের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ ঘোষণা দেন।
এর আগে বেলা ৩টা থেকে শাহবাগ মোড়ে জড়ো হন বিক্ষোভকারীরা। পরে ৩টা ২০ মিনিটে শাহবাগ থেকে মিছিল নিয়ে টিএসসি হয়ে শহীদ মিনারে অবস্থান নেন তারা।
মিছিলে ‘ইনকিলাবের পতাকায়, হাদি তোমায় দেখা যায়’, ‘গোলামি না আজাদি, আজাদি-আজাদি’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, তুমি কে, আমি কে; হাদি-হাদি’ স্লোগান দিতে দেখা যায় তাদের।
সমাবেশে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, “আমরা আগামীকাল ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে শহীদী শপথ ঘোষণা করছি।
“আগামীকাল বিকাল ৩টায় শহীদ হাদী চত্বরে, শাহবাগে আমরা সমবেত হব। জুলাই পরবর্তী এবং পূর্ববর্তী যারা গুম খুনের শিকার হয়ে শহীদ হয়েছেন, আমরা শহীদ ওসমান হাদিকে সামনে রেখে বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে শহীদী শপথ পড়ব।”
- ট্যাগ:
- বাংলাদেশ
- হত্যার বিচার
- ইনকিলাব মঞ্চ