মস্কোয় গাড়িতে বিস্ফোরণে রুশ জেনারেল নিহত
প্রথম আলো
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ১৫:৫৮
রাশিয়ার মস্কোয় গাড়িতে বিস্ফোরণের ঘটনায় এক ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। আজ সোমবার তাঁর গাড়ির নিচে স্থাপিত একটি বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত হয়ে এ ঘটনা ঘটে। আজ এক বিবৃতিতে রাশিয়ার অনুসন্ধান কমিটি এসব কথা বলেছে।
রাশিয়ার অনুসন্ধান কমিটি গুরুতর অপরাধের ঘটনাগুলো তদন্ত করে থাকে। এ কমিটি বলেছে, তারা লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভের ‘হত্যার’ ঘটনায় তদন্ত শুরু করেছে। সারভারভ ছিলেন জেনারেল স্টাফের প্রশিক্ষণ বিভাগের প্রধান।
ধারণা করা হচ্ছে, এই হামলার ঘটনার সঙ্গে ইউক্রেনের বিশেষ বাহিনীর যোগসূত্র আছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- গাড়িতে বিস্ফোরণ