পুলিশ কেন নিষ্ক্রিয় ছিল? ব্যাখ্যা দিলেন ডিএমপি কর্মকর্তা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ১৫:৪৭

ডেইলি স্টার ও প্রথম আলোতে হামলার ঘটনার রাতে পুলিশ কেন নিস্ক্রিয় ভূমিকায় ছিল সেই ব্যাখ্যা দিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম।


তিনি বলেছেন, ওই রাতে পুলিশের ‘অ্যাকশনে’ নামতে না পারার কারণ হল, তাতে হতাহতের ঘটনা ঘটত। মানুষের জীবনের কোনো ক্ষতি হয়নি-এটাকেই তারা অর্জন হিসেবে দেখেন বলে মন্তব্য করেছেন অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম।


তিনি বলেন, "যে কারণে ওখানে আমরা অ্যাকশনে যেতে পারি নাই, কোনো হিউম্যান লাইফের কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই। এইটা আমি বলব যে, এই এত বড় একটা ইনসিডেন্টের আমাদের এচিভমেন্ট। যে কোনো ধরনের ক্যাজুয়ালটি ছাড়া এটাকে ট্যাকল দেওয়া গেছে।”


‘সম্পদের ক্ষয়ক্ষতি পূরণ করা হয়ত সম্ভব’ মন্তব্য করে তিনি বলেন, “কিন্তু একটা হিউম্যান লাইফ যখন লস্ট হয়, এটা কোনো কিছুর বিনিময়ে আর ফিরায় আনা সম্ভব না। যে কারণে আমরা ওখানে অ্যাকশনে যাই নাই।"


সোমবার রাজধানীতে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলছিলেন অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম। সেখানে সাংবাদিকদের সামনে তিনি প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনায় ১৭ জনকে গ্রেপ্তারের তথ্য দেন।


নজরুল ইসলাম বলেন, “হামলার ভিডিও বিশ্লেষণ করে এখন পর্যন্ত ৩১ জনকে শনাক্ত করা হয়েছে, যাদের মধ্যে ১৭ জনকে গ্রেপ্তার করা হল।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও