উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ডিমেনশিয়ার ঝুঁকি কমানো সম্ভব: গবেষণা
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ১২:৫১
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা গেলে ডিমেনশিয়ার ঝুঁকি কমানো সম্ভব বলে উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণায়।
ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশ রোগ নিয়ে চিন্তিত ব্যক্তিদের জন্য এ আশার আলো দেখিয়েছেন ‘ইয়েল স্কুল অফ মেডিসিন’-এর গবেষকরা।
নতুন গবেষণায় ডিমেনশিয়ার দুটি প্রধান ঝুঁকির কারণ খতিয়ে দেখেছেন তারা, যার একটি বংশগতি বা জিন ও অন্যটি মস্তিষ্কের রক্তনালীর ক্ষতির সঙ্গে সম্পর্কিত। গবেষকরা বোঝার চেষ্টা করেছেন, কীভাবে বংশগত বৈশিষ্ট্য ও মস্তিষ্কের রক্ত সঞ্চালন ব্যবস্থা ডিমেনশিয়ার ঝুঁকি বাড়ায়।