ভেনেজুয়েলার কাছে আরেকটি ট্যাঙ্কারের পিছু নিয়েছে মার্কিন কোস্টগার্ড
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ১২:৪১
ভেনেজুয়েলার কাছে আরেকটি তেল ট্যাঙ্কারের পিছু নিয়েছে মার্কিন কোস্টগার্ড, জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
রয়টার্স লিখেছে, ট্যাঙ্কারটি আটক করতে পারলে চলতি সপ্তাহে এটি এ ধরনের দ্বিতীয় এবং দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে তৃতীয় অভিযান হবে।
এক মার্কিন কর্মকর্তা রোববার রয়টার্সকে বলেছেন, “যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড নিষেধাজ্ঞার আওতায় থাকা একটি ‘ডার্ক ফ্লিট’ জাহাজকে ধরার চেষ্টা করছে। এই জাহাজটি ভেনেজুয়েলার অবৈধভাবে নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়ার অংশ।”