‘দ্রুততম সেঞ্চুরি’ করে পরের সেঞ্চুরিতে তাকিয়ে কেইন
দলের জয় নিশ্চিত হয়ে গিয়েছিল বেশ আগেই। তবু একটু খামতি ছিল হ্যারি কেইনের। অধিনায়কত্বের আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন। কিন্তু কয়েকটি সুযোগ পেয়েও গোল পাচ্ছিলেন না। অবশেষে তিনিও জালের দেখা পেলেন শেষ মুহূর্তে। সেই গোলেই তার ধরা দিল দারুণ এক মাইলফলক। একটি সেঞ্চুরি স্পর্শ করলেন তিনি আগের রেকর্ড অনেকটা পেছনে ফেলে।
বুন্ডেসলিগায় হাইডেনহাইমকে ৪-০ গোলে উড়িয়ে বছর শেষ করল বায়ার্ন মিউনিখ। চোটাঘাত ও নানা কারণ মিলিয়ে প্রথম পছন্দের একাদশের বেশ কজনকে ছাড়া একাদশ সাজালেও বড় জয়েই মাঠ ছাড়ে তারা। পয়েন্ট তালিকার শীর্ষে ৯ পয়েন্ট এগিয়ে থেকে নতুন বছর শুরু করবে বর্তমান চ্যাম্পিয়নরা।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের ১৫তম মিনিটে বায়ার্নকে এগিয়ে দেন ক্রোয়াট ডিফেন্ডার ইয়োসিপ স্তানিসিচ। ৩২তম মিনিটে ব্যবধান বাড়ান মাইকেল ওলিসে। ৮৬তম মিনিটে গোল করেন লুইস দিয়াস। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে কাঙ্ক্ষিত গোলটি করেন কেইন।