চীনের পাতা ফাঁদে যেভাবে সরাসরি পা দিচ্ছেন স্টারমার
যুক্তরাজ্য জিমি লাইকে মুক্ত করার জন্য অনেক চেষ্টা করেছে। জিমি লাই একজন সংবাদপত্রের মালিক, ব্রিটিশ নাগরিক এবং হংকংয়ের গণতন্ত্রপন্থী আন্দোলনের পরিচিত নেতা। সংবাদপত্রের স্বাধীনতা ও মানবাধিকার নিয়ে কাজ করা লোকজনও তাঁর মুক্তির দাবি জানিয়েছে। তবে এসবের পরও বেইজিংয়ের নিয়োগ দেওয়া হংকংয়ের উচ্চ আদালত তাঁকে দোষী সাব্যস্ত করেন। গত সপ্তাহে আদালত জানান, তিনি চীনা কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করেছেন। এ অভিযোগটি আসলে মিথ্যা। তবু চীনের শাসক সি চিন পিংয়ের চোখে এর চেয়ে বড় অপরাধ আর কিছু নেই।
চীনের রাষ্ট্রদূতের কাছে প্রতিবাদ জানিয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্রসচিব ইভেট কুপার এই বিচারকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে নিন্দা করেন। কিন্তু তাঁর এই কঠোর কথায় কোনো পরিবর্তন আসবে না। চীনের কাছে ব্রিটেনের মতামতের কোনো মূল্য নেই—এটা যেমন স্পষ্ট, তেমনি স্পষ্ট চীনের উদ্ধত আচরণের সামনে যুক্তরাজ্যের দুর্বলতা ও সিদ্ধান্তহীনতা। ১৯৯৭ সালে চীনের কাছে হংকং হস্তান্তরের পর অঞ্চলটির স্বাধীনতা ও অধিকার রক্ষার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা ভেঙে ফেলা সি চিন পিংয়ের কমিউনিস্ট পার্টির ঔদ্ধত্য ও অবিশ্বাসযোগ্যতারই প্রমাণ।
- ট্যাগ:
- মতামত
- ভূরাজনীতি
- ভূরাজনৈতিক অবস্থান