বায়ুদূষণের প্রভাব থেকে ত্বককে রক্ষা করতে নিয়মিত ও সচেতন যত্ন নেওয়া খুব জরুরি। পরিবর্তিত আবহাওয়া, ধোঁয়া ও দূষিত বাতাস ত্বকের স্বাভাবিক সুরক্ষা স্তর নষ্ট করে দেয়। তাই দৈনন্দিন রুটিনে কিছু সহজ অভ্যাস যোগ করলেই ত্বক অনেকটাই সুরক্ষিত রাখা সম্ভব।
দূষণ ত্বকে যে প্রভাব ফেলে
দূষণ ত্বকের ওপর নানাভাবে ক্ষতিকর প্রভাব ফেলে। দূষিত বাতাসে থাকা ধুলিকণা, ক্ষুদ্র পার্টিকুলেট ম্যাটার ও বিষাক্ত গ্যাস ত্বকের ওপর জমে গিয়ে এর স্বাভাবিক সুরক্ষা স্তরকে দুর্বল করে দেয়। ফলে ত্বক সহজেই শুষ্ক হয়ে যায়, জ্বালা, চুলকানি ও লালচে ভাব দেখা দিতে পারে। অনেকের ক্ষেত্রে ত্বক অতিরিক্ত সংবেদনশীল হয়ে পড়ে এবং ইনফ্লেমেশনের সমস্যাও বাড়তে থাকে।
দূষণের কারণে ত্বকে তৈরি হয় অক্সিডেটিভ স্ট্রেস। এতে ফ্রি র্যাডিক্যাল উৎপন্ন হয়ে ত্বকের কোষের ক্ষতি করে এবং কোলাজেন ভাঙতে শুরু করে। এতে ত্বক দ্রুত বুড়িয়ে যায়। অকালেই বলিরেখা, ঢিলা ভাব ও প্রাণহীনতা দেখা দিতে শুরু করে।