শীতে যে কারণে চোখের ত্বকের আলাদা যত্ন প্রয়োজন
শীত এলেই ত্বকের নানান সমস্যা চোখে পড়তে শুরু করে। ঠোঁট ফাটা, হাত-পা রুক্ষ হওয়া এসবের সঙ্গে সঙ্গে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় চোখের চারপাশের নাজুক ত্বক।
মুখের অন্যান্য অংশের তুলনায় চোখের পাশের চামড়া অনেক বেশি পাতলা ও সংবেদনশীল।
তাই শীতকালে সামান্য অবহেলাতেই সেখানে দেখা দেয় শুষ্কতা, টানটান ভাব, কুচকে যাওয়া এমনকি ফাটা ভাব ও চামড়া ওঠে।
এই বিষয়ে ‘জারা’স বিউটি লাউঞ্জ অ্যান্ড ফিটনেস সেন্টার’য়ের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং রূপবিশেষজ্ঞ ফারহানা রুমি বলেন “অনেকেই ভাবেন, শুধু মুখে ক্রিম লাগালেই যথেষ্ট। তবে বাস্তবে চোখের ত্বকের যত্ন আলাদা করে না নিলে শীতকালেই বয়সের ছাপ সবচেয়ে আগে এখানেই ফুটে ওঠে।”
চোখের পাশের ত্বক যে কারণে এত সংবেদনশীল
চোখের চারপাশের ত্বকে তেল গ্রন্থি খুব কম থাকে। ফলে প্রাকৃতিকভাবে এখানে আর্দ্রতা ধরে রাখার ক্ষমতাও কম।
“শীতকালে বাতাসে আর্দ্রতা কমে যায়, ঠাণ্ডা হাওয়া সরাসরি ত্বকের প্রাকৃতিক তেল শুষে নেয়। ফলে চোখের ত্বক দ্রুত শুষ্ক হয়ে পড়ে” – বলেন ফারহানা রুমি।
এর ওপর বারবার চোখ মেলা, হাসি-কান্না, স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা— সব মিলিয়ে চোখের চারপাশে চাপ পড়ে সবচেয়ে বেশি।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- চোখের যত্ন