যুক্তরাষ্ট্রে কর্মরত ভিসাধারী কর্মীদের আন্তর্জাতিক ভ্রমণ এড়িয়ে চলতে সতর্ক করেছে প্রযুক্তি জায়ান্ট গুগল ও অ্যাপল। ভিসা নবায়ন ও পুনঃপ্রবেশ প্রক্রিয়ায় অস্বাভাবিক বিলম্বের আশঙ্কায় এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।
বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনে বলা হয়েছে, গুগল ও অ্যাপলের পক্ষে কাজ করা অভিবাসন আইন সংস্থাগুলো কর্মীদের এই পরামর্শ দিয়েছে। গুগলের প্রতিনিধিত্ব করছে বিএএল ইমিগ্রেশন ল। আর অ্যাপলের পক্ষে কাজ করছে ফ্র্যাগোমেন।
প্রতিবেদনে দেখা গেছে, এসব আইন সংস্থার পাঠানো অভ্যন্তরীণ স্মারকে বলা হয়েছে— যেসব কর্মীর বৈধ এইচ-১বি ভিসা স্ট্যাম্প নেই তাদের আপাতত যুক্তরাষ্ট্রের বাইরে না যাওয়াই ভালো।
ফ্র্যাগোমেনের এক স্মারকে বলা হয়, সাম্প্রতিক পরিবর্তন ও অনিশ্চিত পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রে ফেরার সময় দীর্ঘ বিলম্ব হতে পারে। তাই আন্তর্জাতিক ভ্রমণ এড়িয়ে চলার জোর সুপারিশ করা হচ্ছে।
এই সতর্কতার পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়ায় নতুন কড়াকড়ি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বিজনেস ইনসাইডারকে জানান, এখন প্রতিটি ভিসা আবেদন আরও গভীরভাবে যাচাই করা হচ্ছে। নিরাপত্তা যাচাইকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।