গণচাঁদা তুলে কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫, ১৬:৫৬

গণচাঁদা তুলে নিজস্ব উদ্যোগেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করা হবে বলে জানিয়েছে সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।


রোববার এক বিবৃতিতে উদীচী কেন্দ্রীয় সংসদের (একাংশ) ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিম এবং সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বলেন, এ বিষয়ে সরকার বা কোনো করপোরেট প্রতিষ্ঠানের সহায়তা তারা নেবেন না।


বিজ্ঞপ্তিতে বলা হয়, “১৯৬৮ সালের ২৯ অক্টোবর প্রতিষ্ঠার পর থেকে উদীচী কখনোই কোনো ধরনের সরকারি সহায়তা বা অনুদানের জন্য নির্ভরশীল ছিল না, আজও নেই। উদীচীর মূল শক্তি সাধারণ মানুষ। তাদের দ্বারে দ্বারে গিয়ে গণচাঁদা সংগ্রহ করেই উদীচীর বেশিরভাগ কার্যক্রম পরিচালিত হয়।


“বিশেষ কিছু উৎসব বা বড় আয়োজন ছাড়া অন্য কোনো সময় বেসরকারি কোনো প্রতিষ্ঠানের কাছ থেকেও অর্থ সংগ্রহ করে না উদীচী। দেশে ও বিদেশে উদীচীর হাজারো শিল্পী-কর্মী তাদের পরিশ্রমের উপার্জন থেকে অনুদান দিয়ে সংগঠনের নিয়মিত কার্যক্রম পরিচালনায় মূল ভূমিকা রাখেন।”


ইনকিলাব মঞ্চের আহ্ববায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে বৃহস্পতিবার রাতে ক্ষোভ-বিক্ষোভের মধ্যে কারওয়ান বাজারে ইংরেজি দৈনিক ডেইলি স্টার ও দৈনিক প্রথম আলোর কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ করা হয়। পরে ধানমন্ডিতে ছায়ানট ভবনেও হামলা হয়।


সে সময় উদীচী কার্যালয়েও হামলার হুমকি দেওয়া হয়। পরদিন শুক্রবার রাত পৌনে ৮টার দিকে তোপখানা সড়কে উদীচী কার্যালয়ে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে তাদের চারটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় রাত ৮টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও