মগবাজারে দুই শিশুর মৃত্যু, পুলিশের ধারণা ‘খাবারের বিষক্রিয়া’
রাজধানীর মগবাজার এলাকার দুটি পৃথক হাসপাতালে গতকাল শনিবার পৃথক সময়ে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, খাবারের বিষক্রিয়ায় দুই শিশুর মৃত্যু হতে পারে। তবে তাদের মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
মারা যাওয়া দুই শিশু হলো ১০ বছর বয়সী আফরিদা চৌধুরী ও ১ বছর ২ মাস বয়সী এলহাম চৌধুরী।
পুলিশ সূত্র বলছে, এলহাম গতকাল বেলা ১টা ৩০ মিনিটের দিকে মারা যায়। আর আফরিদা মারা যায় গতকাল সকাল ৬টা ৫০ মিনিটের দিকে। তারা মগবাজার এলাকার দুটি পৃথক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- শিশুর মৃত্যু
- খাবারে বিষক্রিয়া