৬০০ টাকায় শুরু, এখন ব্যবসা কোটি টাকার
প্রথম আলো
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫, ১১:৪৪
২০১৭ সালে অনলাইনে আম বিক্রি দিয়ে ব্যবসার শুরু মো. মাহমুদুন্নবী সোহাগের। নাটোরের বড়াইগ্রাম উপজেলার এই যুবক এখন মাসে প্রায় কোটি টাকার তিন শতাধিক কৃষিপণ্য বিক্রি করেন। ঢাকায় তিনটিসহ মোট চারটি শাখা থেকে এসব পণ্য বিক্রি করা হয়। মৌসুমি ফল থেকে শুরু করে শীত কিংবা ঈদ ঘিরে আলাদা পণ্যও বিক্রি করেন তিনি। তাতে সব মিলিয়ে বার্ষিক বিক্রির পরিমাণ দাঁড়ায় ২০ কোটি টাকার বেশি।
সোহাগের ‘শতমূল এগ্রো’ নামের প্রতিষ্ঠানে এরই মধ্যে সরাসরি কর্মসংস্থান হয়েছে ৪৭ জনের। আর চুক্তিভিত্তিক চাষি রয়েছেন ১৫০ জন। এ ছাড়া ৫০০ জন কৃষক থেকে প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের কৃষিপণ্য সংগ্রহ করে। এই উদ্যোগের মাধ্যমে নাটোরের বড়াইগ্রাম আহমেদপুরে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন এই তরুণ।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- ই-ব্যবসা
- ব্যবসা