ব্যবহারকারী সংকটে মাইক্রোসফটের এআই প্ল্যাটফর্ম কো-পাইলট
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বড় বিনিয়োগ করেও প্রত্যাশিত সাড়া না পাওয়ায় নিজেদের এআই সফটওয়্যার কো-পাইলট এর বিক্রয় লক্ষ্য কমিয়েছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। আগ্রহী গ্রাহক না পাওয়ায় কিছু ক্ষেত্রে বিক্রয় লক্ষ্যমাত্রা ৫০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে, এমন তথ্য জানিয়েছে মার্কিন প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম দ্য ইনফরমেশন।ৎ
প্রতিবেদনে বলা হয়, নতুন প্রজন্মের ‘এজেন্টিক এআই’ সফটওয়্যার হিসেবে কো-পাইলট বাজারে আনা হলেও ব্যবহারকারীদের মধ্যে এর গ্রহণযোগ্যতা আশানুরূপ হয়নি। তুলনামূলকভাবে ওপেনএআইয়ের চ্যাটজিপিটি এবং গুগলের জেমিনি দ্রুত জনপ্রিয়তা পেলেও মাইক্রোসফটের কো-পাইলট বাজারে পিছিয়ে পড়ছে। এতে করে এআই খাতে মাইক্রোসফটের বিপুল বিনিয়োগ নিয়ে প্রশ্ন উঠছে।
মাইক্রোসফট ছিল আধুনিক এআই প্রযুক্তিতে বিনিয়োগকারী প্রথম সারির প্রতিষ্ঠানগুলোর একটি। ওপেনএআইয়ে বড় অঙ্কের বিনিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানটি তাদের উন্নত মডেলে আগাম প্রবেশাধিকার পায় এবং সে ভিত্তিতেই চালু করে বিং চ্যাট ও কো-পাইলট। তবে প্রাথমিক সুবিধা থাকলেও বর্তমানে এআই পণ্য থেকে উল্লেখযোগ্য আয় করতে পারছে না প্রতিষ্ঠানটি।