ফাইনালে উঠে বাংলাদেশের জুমার-ঊর্মির ‘ইতিহাস’
দুপুরের মতো রাতেও সুখবর দিলেন বাংলাদেশের তারকা শাটলার আল আমিন জুমার ও ঊর্মি আক্তার জুটি। সেমিফাইনালে ওঠার মধ্য দিয়ে তার ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছিলেন। এরপর রাতে ফাইনালে উঠলেন জুমার-ঊর্মি। ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ আন্তর্জাতিক চ্যালেঞ্জের ইতিহাসে প্রথমবার কোন ইভেন্টের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। এর আগে সর্বোচ্চ ব্রোঞ্জপদক ছিল লাল-সবুজের। আগামীকাল (শনিবার) ফাইনালে শিরোপার জন্য মালয়েশিয়ার দাতু আনিফ ও ক্লারিসা সান জুটির বিপক্ষে খেলবেন জুমার-ঊর্মি।
ফাইনালে উঠে ঊর্মি আক্তার বেশ উচ্ছ্বসিত হয়ে বলেন, ‘সকালেই আমি বলেছিলাম– আমরা চ্যাম্পিয়ন হতে চাই। সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি। ফাইনাল নিশ্চিত করেছি। এবার স্বর্ণ জিততে চাই।’ আল আমিন জুমার বলেন, ‘সাত বছর ধরে ঊর্মিকে নিয়ে আমি মিশ্র দ্বৈতে খেলছি। এবারও পারফর্ম ভাল করছি। মূলত এসএ গেমসের জন্য যে অনুশীলন হয়েছে, তা অনেক কাজে দিয়েছে আমাদের।’
- ট্যাগ:
- খেলা
- আন্তর্জাতিক ব্যাডমিন্টন