You have reached your daily news limit

Please log in to continue


২০ কোটি টাকার বেশি সব ঋণ যাচাই করা হবে: গভর্নর

ব্যাংকিং খাতে সুশাসন ফেরাতে ২০ কোটি টাকার বেশি পরিমাণের সব ঋণ যাচাইয়ের উদ্যোগ নেওয়ার জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

বৃহস্পতিবার ঢাকায় এক অনুষ্ঠানে তিনি বলেছেন, “দুঃসময় থেকে কিছুটা উন্নতির দিকে যাচ্ছে ব্যাংক খাত। ব্যাংকিং খাতে মানুষের আস্থা ধরে রাখতে পেরেছি। পুরো বিশ্ব অবাক—বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা রান (সচল) করছে। ব্যাংকিং খাতে সুশাসন আনতে, গ্রাহকদের আস্থা ফেরাতে ঋণগুলো সঠিক ল্যান্ডিং করেছে কি না তা রেগুলারভাবে দেখা হবে।

“এজন্য ৫০০ জনের একটি টিম গঠন করা হয়েছে, যার মধ্যে ফরেনসিক অডিট করতে পারে—এমন ৫০ জনকে ট্রেনিং দেওয়া হচ্ছে। ব্যাংকিং খাতে বাংলাদেশে ফরেনসিক অডিট নেই। ফরেনসিক অডিটের সক্ষমতা না থাকলে চুরি-চামারি ধরা যাবে না।”

ঋণের বিপরীতে প্রয়োজনীয় জামানত রাখা হয়েছে কি না তা এই দল দেখবে জানিয়ে গভর্নর বলেন, “২০ কোটি টাকার বেশি সব ঋণ নতুন করে যাচাই করা হবে। এসব ঋণের জামানত ঠিক আছে কি না, তা দেখা হবে। না থাকলে সংশ্লিষ্ট কর্মকর্তা ও ব্যাংক পরিচালকদের জবাবদিহি করতে হবে।

“ব্রাঞ্চ ছাড়া হেড অফিস ঋণ দিতে পারে না; তাদেরও দায় নিতে হবে। ব্যাংকের বেতনে তার (শাখার কর্মকর্তারা) ঘর-সংসার চলবে; আর সেই ব্যাংকের সমস্যা সে দেখবে না তা হবে না। তিনি তো অনিয়ম দেখলে হুইসেল ব্লোয়ার হতে পারেন, কেন্দ্রীয় ব্যাংক তা জানবে।”

বৃহস্পতিবার ঢাকার পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘ব্যাংকিং সেক্টর রিফর্ম: চ্যালেঞ্জেস অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন