জন্মদিনে যে বার্তা দিলেন ঢাকাই সিনেমার ‘রানি’

যুগান্তর প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫, ১৫:১৭

ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা শাবনূরের আজ (১৭ ডিসেম্বর) জন্মদিন। জন্মদিনের প্রথম প্রহর থেকেই অনুরাগীদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি। বিশেষ এই দিনে ভক্তদের ভালোবাসায় আপ্লুত অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন।


জন্মদিন উপলক্ষে দেওয়া এক স্ট্যাটাসে শাবনূর জানান, দিনটি তার কাছে সত্যিই ভীষণ স্পেশাল। সামাজিক যোগাযোগমাধ্যম, ফোন ও মেসেজে যে অগাধ ভালোবাসা ও অসংখ্য শুভেচ্ছা পাচ্ছেন, তা ভাষায় প্রকাশ করা কঠিন বলেও উল্লেখ করেন তিনি।


স্ট্যাটাসে শাবনূর লেখেন, একজন অভিনেত্রী হিসেবে তার অগণিত ভক্ত-শ্রোতা, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসাই তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি ও অনুপ্রেরণা। সবার দোয়া ও ভালোবাসা তাকে আরও দায়িত্বশীল করে তোলে এবং ভালো কাজ করার শক্তি জোগায় বলেও জানান তিনি। শেষে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানান এবং সবার দোয়া ও সমর্থন কামনা করেন।


দেশীয় চলচ্চিত্রের সফল নায়িকাদের মধ্যে শাবনূর অন্যতম। নজরকাড়া চেহারা, মায়াবী হাসি, মধুমাখা চাহনি ও অনবদ্য অভিনয় দিয়ে অল্প সময়েই তিনি ঢাকাই সিনেমায় নিজের অবস্থান শক্ত করেন। একসময় শাবনূরের সিনেমা মানেই ছিল বক্স অফিসে সাফল্যের নিশ্চয়তা। দর্শকদের কাছে তিনি পরিচিতি পান ঢাকাই সিনেমার ‘রানি’ হিসেবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও