প্রার্থীদের সামনে পোস্টারের বিকল্প কী? নিয়ম না মানলে কী শাস্তি?

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:২৯

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় পোস্টারে নিষেধাজ্ঞা ভাবিয়ে তুলেছে প্রার্থীদের। এতদিন ধরে চলে আসা প্রচারের প্রধান এ উপকরণের বিকল্প তাহলে কী?


সম্ভাব্য প্রার্থীদের সেই আলোচনার মধ্যে জানা যাচ্ছে এবার প্রচারে সাদা কালো রঙের ব্যানার, লিফলেট, হ্যান্ডবিল ও ফেস্টুন ব্যবহার করতে পারবেন। তবে এগুলো নির্ধারিত মাপের মধ্যে হতে হবে।


একই সঙ্গে রেক্সিন, পলিথিন, প্লাস্টিকের মত অপচনশীল উপাদানে কোনো প্রচারপত্র করা যাবে না। পরিবেশবান্ধব ব্যানার টানিয়ে রাখা যাবে, তিনটি লাউড স্পিকার ব্যবহার করতে পারবেন একজন প্রার্থী। বিলবোর্ড স্থাপনের ক্ষেত্রে পরিবেশের ক্ষতি বা জনসাধারণ ও জান চলাচলে বিঘ্ন ঘটার বিষয়টি মাথায় রাখার তাগিদ দেওয়া হয়েছে।


প্রার্থীর প্রচার দলের প্রচারের টুকিটাকি এসব বিষয় মাথায় রাখার পাশাপাশি আসনভিত্তিক ব্যয়সীমার মধ্যে নির্ধারিত খরচ সামলাতে হবে। আর প্রার্থীকে তাদের আয়ের উৎস দেখাতে হবে। তেমনি ভোটের ফল গেজেটে প্রকাশের এক মাসের মধ্যে ব্যয় বিবরণীও জমা দিতে হবে।


ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের দিন ১২ ফেব্রুয়ারি রেখে তফসিল ঘোষণা করা হয়েছে। এতে প্রচারের সময়সীমাও ঠিক করে দেওয়া হয়েছে। ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রচারণার সুযোগ রয়েছে।


তফসিলের পর প্রার্থীদের সম্ভাব্য নির্বাচনি ব্যয় মেটাতে তহবিলের সম্ভাব্য উৎসের বিবরণী দাখিল, প্রার্থীর নির্বাচনি ব্যয় ও ব্যয় সম্পর্কিত বাধা নিষেধ, লিফলেট বা হ্যান্ডবিল, পোস্টার, ব্যানার ও বিলবোর্ড ব্যবহারের বাধা নিষেধ তুলে ধরে পরিপত্র জারি করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও