You have reached your daily news limit

Please log in to continue


দাম তো ৯ কোটির বেশি, নিয়মিত একাদশে জায়গা মিলবে কি মোস্তাফিজের

৯ কোটি ২০ লাখ রুপি—আইপিএল নিলামের টেবিলে এবার বড় দানই মেরেছেন মোস্তাফিজুর রহমান। অনেকেরই কৌতূহল, যে মোস্তাফিজকে আগে কেউ তিন কোটি রুপিতেও কেনেনি, এবার কলকাতা নাইট রাইডার্স তাঁর জন্য তিন গুণের বেশি অর্থ কেন খরচ করেছে?

এককথায় উত্তর হতে পারে—নিশ্চয়ই বিশেষ পরিকল্পনা আছে। মোস্তাফিজকে পেয়ে কলকাতা কোচ অভিষেক নায়ারের মুখের হাসিই ইঙ্গিত দিচ্ছিল, মোস্তাফিজকে তাঁদের কত প্রয়োজন! তবে কি বাংলাদেশের দর্শক আশা করতে পারেন, এবারের আইপিএলে নিয়মিতই খেলবেন মোস্তাফিজ? এই উত্তরটা এককথায় দেওয়া মুশকিল।

দলে ভালো ক্রিকেটার না থাকা যেমন সমস্যা, তেমনি অনেক ভালো ক্রিকেটার থাকাও সমস্যা। এবার দুবাইয়ের মিনি নিলাম থেকে একের পর এক ক্রিকেটার কিনে কলকাতা তারকাবহুল দলই গড়েছে। আর এই দলের একাদশে সুযোগ পেতে মোস্তাফিজকে লড়াই–ই করতে হবে। কারণ, এক ম্যাচে বিদেশি খেলতে পারেন চারজনই।

প্রথমে দেখে নেওয়া যাক, কলকাতায় বিদেশি ক্রিকেটার কারা। দলটি ওপেনার হিসেবে নিয়েছে ফিন অ্যালেন, টিম সাইফার্ট, রাচিন রবীন্দ্রকে। নিউজিল্যান্ডের এই তিন ক্রিকেটারই অনেকটা একই ধরনের খেলোয়াড়। তিনজনই উইকেটে এসে দ্রুত রান তুলতে পারেন। তবে রবীন্দ্রকে একাদশে নিলে তাঁর কাছ থেকে বাঁহাতি স্পিনে দু–একটা ওভারও পাওয়ার সুযোগ আছে দলের।

নাইট রাইডার্স অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিনকে কিনেছে ২৫ কোটি ২০ লাখ রুপিতে। এবারের নিলামে এটি সর্বোচ্চ দাম। এ ছাড়া ফিনিশার হিসেবে আগে থেকেই আছেন রোভম্যান পাওয়েল, তাঁকে গত মৌসুম থেকে রিটেইন করা হয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন