মাহফুজ ও আসিফের এনসিপিতে যোগদান নিয়ে আলোচনা
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিতে পারেন, এমন আলোচনা চলছে। এনসিপির শীর্ষ পর্যায়ের একাধিক সূত্র বলছে, বিষয়টি নিয়ে দলের বিভিন্ন পর্যায়ে কথাবার্তা চলছে। দুই দিক থেকেই আগ্রহ আছে। সবকিছু চূড়ান্ত হলে দুজনের জন্য দলে নতুন পদ সৃষ্টি করা হবে।
মাহফুজ লক্ষ্মীপুর–১ (রামগঞ্জ উপজেলা) ও আসিফ ঢাকা–১০ (ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ থানা) আসন থেকে জাতীয় সংসদ নির্বাচন করবেন—এটি অনেকটাই নিশ্চিত। দুজনই বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে যাচ্ছেন, এমন আলোচনা কিছুদিন আগে ছড়িয়ে পড়েছিল। কিন্তু ওই দুটি সংসদীয় আসনে বিএনপি ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করেছে।
ঢাকা–১০ আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করার পর গণ অধিকার পরিষদে যোগ দেওয়া নিয়ে দলটির নেতাদের সঙ্গে আলোচনা করেছেন আসিফ। ডাকসুর সাবেক ভিপি নুরুল হকের নেতৃত্বাধীন গণ অধিকারের ছাত্রসংগঠন ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে আসিফ একসময় দায়িত্ব পালন করেছেন। গণ অধিকারের সঙ্গে তাঁর এখনো যোগাযোগ আছে। এর মধ্যেই এনসিপিতে যোগ দেওয়া নিয়ে নতুন আলোচনা তৈরি হয়েছে।
জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির নেতাদের উদ্যোগে গঠিত এনসিপির সঙ্গে শুরু থেকেই সুসম্পর্ক ছিল মাহফুজ ও আসিফের। তবে গত দু-তিন মাসে দলটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে আসিফের একধরনের দূরত্ব তৈরি হয়। অন্যদিকে এনসিপিতে মাহফুজের প্রভাবও কমে আসে। যে কারণে তাঁদের এনসিপিতে যোগদান নিয়ে একধরনের অনিশ্চয়তা তৈরি হয়।