মূল্যস্ফীতির চাপে খরচ সামলানোর উপায়
মূল্যস্ফীতি মূলত একটি অদৃশ্য করের মতো কাজ করে— পণ্য ও সেবার দাম বাড়লে আয়ের মান হ্রাস পায়, ফলে সংসার চালাতে কাটছাঁট বা ঋণের প্রয়োজন পড়ে।
এ বিষয়ে পরামর্শ দিয়েছেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবেক আঞ্চলিক প্রধান ফকির আকতারুল আলম।
তার মতে, সচেতনতা ও পরিকল্পিত ব্যয় ব্যবস্থাপনায় এই চাপ অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব।
খরচ কমানোর কৌশল
প্রথমে অপ্রয়োজনীয় খাতে কাটছাঁট করুন। উদাহরণ স্বরূপ- বাইরে খাওয়া বা বিনোদনের খরচ মাসে তিনবার থেকে একবারে সীমিত রাখলে উল্লেখযোগ্য সাশ্রয় হয়।
অতিরিক্ত সাবস্ক্রিপশন, যেমন- ওটিটি প্ল্যাটফর্ম, জিম মেম্বারশিপ বা মোবাইল প্যাকেজ বন্ধ করলে মাসে ৫শ’ থেকে ১ হাজার টাকা বাঁচতে পারে।
পরিকল্পিত কেনাকাটা
নিত্যপ্রয়োজনীয় পণ্য যেমন- চাল, ডাল, তেল বা পেঁয়াজের দাম সপ্তাহভিত্তিক ওঠানামা করে। মাসের শুরুতে দাম তুলনামূলক স্থির থাকলে একসঙ্গে মাসিক চাহিদা কিনে রাখুন। এতে দুতিনশ টাকা সাশ্রয় সম্ভব।
বড় অফার বা ডিসকাউন্টের সময় বাল্ক কেনাকাটা খরচ নিয়ন্ত্রণে সহায়ক।
- ট্যাগ:
- লাইফ
- খরচ কমানোর উপায়