প্রাথমিকের বই ছাপার কাজ শেষ, মাধ্যমিকের কতদূর?

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৯

ডিসেম্বরের মাঝামাঝি সময়ে এসে প্রাক প্রাথমিক ও প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ৮ কোটি ৫৯ লাখ কপি নতুন বই ছাপার কাজ শেষ হয়েছে।


বিজয় দিবসের ঠিক আগে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক পর্যায়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের এসব বইয়ের প্রায় শতভাগ পৌঁছে গেছে ‍উপজেলাগুলোতে।


কিন্তু মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বই ছাপার কাজ এখনও অনেকটা বাকি। এমন বাস্তবতায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা বছরের শুরুর দিনে সব বই পাবে কি-না তা নিয়ে শঙ্কা কাটেনি।


শিক্ষার্থীদের বই ছাপানোর কাজ তদারকির দায়িত্বে থাকা সরকারি প্রতিষ্ঠান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড-এনসিটিবির কর্মকর্তারা বলছেন, চলতি ডিসেম্বর মাসেই মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বই ছাপার কাজ শেষ করার সর্বোচ্চ চেষ্টা চলছে।


তবে সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের কিছু বই উপজেলাগুলোতে পৌঁছাতে জানুয়ারির প্রথমাংশ পর্যন্ত সময় লাগতে পারে।


প্রাথমিক ও মাধ্যমিক মিলিয়ে এবার প্রায় ৩০ কোটি বই ছাপা হবে। পুরোপুরি দেশীয় প্রতিষ্ঠানের মাধ্যমে এসব বই ছাপানোর কাজ চলছে। এর মধ্যে মাধ্যমিক ও এবতেদায়ী শিক্ষার্থীদের জন্য ২১ কোটি ৪৩ লাখ বই ছাপার কাজ শুরু হয়েছে নভেম্বরের শুরুতে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও