কে ভেবেছিলেন, মোস্তাফিজের দাম ৯ কোটি ২০ লাখ!
প্রথম আলো
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:০৪
বিরিয়ানি খাচ্ছেন। গায়ে বেগুনি রঙের পাঞ্জাবি। মুখে হাসি। কলকাতা নাইট রাইডার্সের গ্রাফিকসে মোস্তাফিজুর রহমান। কাল্পনিক। তবে মোস্তাফিজের মুড এখন হয়তো এমনই! কারণটা তো জানেনই! বাঁহাতি এই পেসার ৯ কোটি ২০ লাখ রুপিতে আইপিএল নিলামে বিক্রি হয়েছেন। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২ কোটি ৩৭ লাখ টাকা।
এত দাম যে পাবেন, মোস্তাফিজ নিশ্চয়ই তা ভাবেননি। ভাববেন কীভাবে! এর আগে আইপিএলে তাঁর সর্বোচ্চ দাম ছিল মাত্র ২ কোটি ২০ লাখ রুপি। সেটিও ২০১৮ সালে। সেবার এই মূল্যে তাঁকে দলে নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ানস। আইপিএল নিলাম ভাগ্যের খেলা। সেই খেলায় এবার মোস্তাফিজ বড় দানই মেরেছেন।