You have reached your daily news limit

Please log in to continue


বিয়ের জন্য সোনার গহনা কিনছেন? যা জানা জরুরি

চলছে বিয়ের সিজন। বছরের এই সময়টায় বিয়ের আয়োজন বাড়ে, সঙ্গে বাড়ে সোনার চাহিদাও। বিয়ের গহনা শুধু অলংকার নয়, অনেকের কাছে এটি পারিবারিক ঐতিহ্য, আবার কারও কাছে নিরাপদ বিনিয়োগ। কিন্তু আবেগ আর সামাজিক চাপের কারণে অনেক সময় না জেনেই সোনা কেনা হয়, যা পরে আফসোসের কারণ হতে পারে। তাই বিয়ের মৌসুমে সোনা কেনার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখা অত্যন্ত জরুরি।

সোনার মান বুঝে নিন

সোনা কেনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এর মান বা বিশুদ্ধতা। আমাদের দেশে সাধারণত ২৪ ক্যারেট, ২২ ক্যারেট ও ২১ ক্যারেট সোনার গহনা বেশি বিক্রি হয়। ২৪ ক্যারেট সোনা সবচেয়ে বিশুদ্ধ হলেও এটি নরম হওয়ায় গয়না তৈরিতে কম ব্যবহৃত হয়। বিয়ের গহনার ক্ষেত্রে ২২ ক্যারেট সোনা সবচেয়ে জনপ্রিয়। কেনার সময় অবশ্যই গহনায় ক্যারেটের ছাপ বা হলমার্ক আছে কি না তা দেখে নিন।

হলমার্ক ও সনদের গুরুত্ব

হলমার্কযুক্ত সোনা মানেই নির্ভরযোগ্য সোনা। স্বনামধন্য জুয়েলারি দোকান থেকে কেনা হলেও হলমার্ক ছাড়া গহনা না নেওয়াই ভালো। অনেক দোকান গহনার সঙ্গে মানের সনদ দেয়, যা ভবিষ্যতে বিক্রি বা বদলের সময় কাজে আসে। এই কাগজগুলো যত্ন করে রেখে দেওয়া উচিত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন