হাদিকে হত্যাচেষ্টার মামলা ডিবির হাতে

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ১৬:৩১

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলির ঘটনায় রোববার রাতে পল্টন থানায় যে মামলা হয়েছে, সেটার তদন্তের দায়িত্ব পেয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।


সোমবার দুপুরে পুলিশের মতিঝিল বিভাগের উপ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে দায়ের হওয়া মামলাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সোমবার ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। এখন থেকে গোয়েন্দা পুলিশ তদন্ত করবে। তাদেরকে নথিপত্র বুঝিয়ে দেওয়া হয়েছে।”


এ মামলায় আসামি হিসেবে শুধু ফয়সাল করিম মাসুদের নাম রয়েছে। তবে যে মোটরসাইকেল থেকে এই হত্যাচেষ্টা হয়, সেই মোটরসাইকেলের চালক আলমগীরকে গোয়েন্দা পুলিশ শনাক্তের দাবি করলেও আসামি করা হয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও