ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট পেপার আলাদা হলেও ভোট দিয়ে জমা দিতে হবে একই বাক্সে।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এ নির্বাচণে গণভোটের জন্য গোলাপি রঙের ব্যালট থাকবে। আর সংসদ নির্বাচনের জন্য আগের মতোই থাকবে সাদা রঙের ব্যালট।
সংসদ ও হ্যাঁ/না (গণভোট) ভোট দিতে হবে সিল দিয়ে। তবে পোস্টাল ব্যালটে ভোট দিতে হবে টিক/ক্রস চিহ্ন দিয়ে।
প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেন।
সেদিনই গণভোটের প্রশ্ন, ভোটদানের সময়, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ, ভোটগ্রহণ পদ্ধতি নির্ধারণ, ফল প্রকাশ, ফল একত্রীকরণ ও গেজেট প্রকাশ সংক্রান্ত পরিপত্র জারি করে নির্বাচন কমিশন।
ইসি সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ পরিপত্র মন্ত্রিপরিষদ বিভাগসহ সরকারের সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও বিভাগে পাঠানো হয়েছে।