উড্ডয়নের পরপর ইঞ্জিন বিকল, যুক্তরাষ্ট্রে বিমানের জরুরি অবতরণ

ঢাকা পোষ্ট আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:০৭

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ডুলস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপর ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিমানের ইঞ্জিন বিকল হয়ে যায়। টোকিওগামী এ বিমানটি পরে সেখানে জরুরি অবতরণ করে।


রোববার (১৪ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে দেশটির কেন্দ্রীয় বিমান প্রশাসন।


ইউনাইটেড এয়ারলাইন্সের এক মুখপাত্র জানিয়েছেন, উড্ডয়নের কিছু সময়ের মধ্যে বিমানের একটি ইঞ্জিন বিকল হয়ে যায়। বিমানে ২৭৫ যাত্রী ও ১৫ জন ক্রু ছিলেন। তবে তাদের মধ্যে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।


এক্সে প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা গেছে ডুলস বিমানবন্দরের রানওয়ের পাশ থেকে সাদা ধোঁয়া বের হচ্ছে। বিমানবন্দরটি ওয়াশিংটন ডিসি থেকে ৪০ কিলোমিটার দূরে অবস্থিত। এটি যুক্তরাষ্ট্রের রাজধানীর প্রাণকেন্দ্র থেকে সবচেয়ে কাছের বিমানবন্দর।


বোয়িং ৭৭৭-২০০ মডেলের বিমানটি ইউনাইটেড এয়ারলাইন্স ফ্লাইট ৮০৩ নামে চালাত। কেন্দ্রীয় বিমান প্রশাসন জানিয়েছে, তারা এ ঘটনা তদন্ত করবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও