You have reached your daily news limit

Please log in to continue


দীর্ঘদিন ওয়াই-ফাই পাসওয়ার্ড না বদলালে যে ৭ সমস্যা হতে পারে

অনেকেই বছরের পর বছর ঘরে থাকা ওয়াই-ফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড পরিবর্তন করেন না। তবে প্রযুক্তিবিদদের মতে, এ অভ্যাস ওয়াই-ফাই নেটওয়ার্কের নিরাপত্তা এবং ব্যক্তিগত তথ্যের সুরক্ষার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। দীর্ঘদিন ওয়াই-ফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড না বদলালে যেসব সমস্যা হতে পারে সেগুলো দেখে নেওয়া যাক।

১. নেটওয়ার্কে সহজে অনুপ্রবেশ

একটি পাসওয়ার্ড দীর্ঘ সময় অপরিবর্তিত থাকলে তা অনুমান করা এবং অন্যের কাছে ছড়িয়ে পড়া সহজ হয়ে যায়। আর তাই কেউ একবার ওয়াই-ফাই নেটওয়ার্কে যুক্ত হতে পারলে ব্যবহারকারীর অজান্তেই দীর্ঘসময় সংযোগ ব্যবহার করতে পারে।

২. ইন্টারনেটের গতি কমে যাওয়া

অন্য কেউ ওয়াই-ফাই নেটওয়ার্কে যুক্ত হয়ে ব্যান্ডউইথ ব্যবহার করলে ইন্টারনেট স্বাভাবিকের চেয়ে ধীরগতির হয়ে যেতে পারে। এতে ভিডিও দেখা, অনলাইন ক্লাস বা গেম খেলার সময় বারবার বিঘ্ন দেখা দেয়।

৩. নিরাপত্তা দুর্বল হয়ে যাওয়া

পুরোনো বা দুর্বল পাসওয়ার্ড সহজেই হ্যাকিং টুলের মাধ্যমে ভেঙে ফেলা যায়। সাইবার অপরাধীরা সাধারণ পাসওয়ার্ডের ধরন বা আগের কোনো ডেটা ফাঁস থেকে পাওয়া তথ্য ব্যবহার করে নেটওয়ার্কে প্রবেশের চেষ্টা করতে পারে। ফলে যন্ত্রে সাইবার হামলার সম্ভাবনা বাড়ে।

৪. ব্যক্তিগত তথ্য ফাঁসের আশঙ্কা

নেটওয়ার্কে অনুপ্রবেশ ঘটলে শেয়ার করা ফাইল, স্মার্টফোন বা কম্পিউটারের তথ্যে নজরদারি করতে পারে সাইবার অপরাধীরা। রাউটার পুরোনো হলে এ ঝুঁকি আরও বাড়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন