ফোন পরিষ্কার করা কতটা জরুরি, কীভাবে করবেন?
মানুষ নিয়মিত হাত ধুয়ে থাকে, শপিং ট্রলি স্যানিটাইজ করে, ক্যাফের টেবিল মুছে নেয় কিন্তু দিনের পর দিন হাতের কাছে থাকা মোবাইল ফোন কতটা পরিষ্কার রাখে? ফোন এমন একটি ডিভাইস যেটিকে দিনে বহুবার স্পর্শ করা হয় এবং রান্নাঘর, ডাইনিং টেবিল, এমনকি বাথরুমেও নিয়ে যাওয়া হয়। ফলে এটি সহজেই বিভিন্ন ধরনের জীবাণুর বাহক হয়ে উঠতে পারে।
তাই প্রশ্ন আসে শেষ কবে ফোনটা ভালো করে পরিষ্কার করেছেন এবং কী উপায়ে? ভুল ক্লিনিং এজেন্ট বা টুল ব্যবহার করলে ফোনের প্রোটেকটিভ কোটিং উঠে যেতে পারে, ওয়াটারপ্রুফ সিল নষ্ট হতে পারে এমনকি টাচস্ক্রিনের সেনসিটিভিটিও কমে যেতে পারে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
ফোন পরিষ্কার করা কি আসলেই জরুরি?
টাচস্ক্রিনে দাগ ও ময়লা জমা হওয়া স্বাভাবিক তাই নান্দনিক ও ব্যবহারিক দুই কারণেই ফোন পরিষ্কার করার প্রয়োজন রয়েছে। পাশাপাশি গবেষণা বলছে, ফোনের ওপর সোয়াব নিলে শতাধিক প্রজাতির ব্যাকটেরিয়া ও ভাইরাস পাওয়া যায়। এদের সবই অসুস্থতার কারণ না হলেও সংক্রমণের আশঙ্কা থাকে।
অনেকে বাথরুমে ফোন নিয়ে যান, খাওয়ার সময় স্পর্শ করেন, মিটিংয়ে বা পার্টিতে একে অন্যের হাতে দেন। কিন্তু, হাতের মতো ফোন নিয়মিতভাবে পরিষ্কার করা হয় না। ফলে যদি ফোনটিকে স্যানিটাইজ করতে চান তবে সচেতনভাবে করতে হবে যাতে এটি ক্ষতিগ্রস্ত না হয়।
ফোন সঠিকভাবে পরিষ্কারের উপায় কী?
নিরাপদে ফোন পরিষ্কার করার উপায় বেশ সহজ, সস্তা এবং প্রস্তুতকারক কোম্পানির দেওয়া নির্দেশনার মধ্যেই থাকে। ফোন পরিষ্কারের আগে এটি চার্জ থেকে আনপ্লাগ করতে হবে এবং কেইস বা অ্যাকসেসরি খুলে নিতে হবে।
বেশিরভাগ কোম্পানির পরামর্শ মতে, ৭০ শতাংশ আইসোপ্রোপাইল অ্যালকোহল ওয়াইপ, নরম মাইক্রোফাইবার কাপড় এবং স্পিকার গ্রিল বা চার্জিং পোর্টের মতো সেনসিটিভ অংশের জন্য নাইলন, হর্সহেয়ার বা গোট হেয়ার এর নরম ব্রাশ ব্যবহার করা উচিত।
- ট্যাগ:
- প্রযুক্তি
- স্মার্টফোন পরিষ্কার