নিয়ন্ত্রণ হারিয়ে ১৩ বলের ওভার, রেকর্ডবইয়ে আর্শদিপ
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫, ১০:৪৫
ভারতকে ৫১ রানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে সমতা ফিরিয়েছে দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচে অদ্ভুত এক ওভার করেছেন ভারতের আর্শদিপ সিং। ১৩ বলে শেষ করেছেন তিনি ওভার।
ভারতীয় এই পেসার ১৩তম ওভারে বোলিং করতে এসে প্রথম বলে হজম করেন ছক্কা। স্লটে পেয়ে লং অফের ওপর দিয়ে ছক্কা মারেন কুইন্টন ডি কক। পরের ৭ বলের মধ্যে ৬টি করেন ওয়াইড।
ছক্কার পরের দুই বল ওয়াইড করার পর একটি লিগ্যাল ডেলিভারির পর এবার টানা ৪টি ওয়াইড দেন তিনি। এরপর টানা ৩ বল লিগ্যাল ডেলিভারির পর আবারও একটি ওয়াইড। পরে বলটি লিগ্যাল করে শেষ করেন ১৩ বলের ওভার।