বিশ্বকাপের আগে ব্যস্ত ভারত, বাংলাদেশের ভরসা শুধু বিপিএল

যুগান্তর প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ১৩:৩০

২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। বিশ্বজুড়ে সব দল এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। ভারত শিরোপাধারী দল। তারা ডিসেম্বর ও জানুয়ারিতে ঘরে দশটি টি–টোয়েন্টি খেলবে। তাদের লক্ষ্য প্রস্তুতি আরও ভালো করা। দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং অন্যান্য বড় দলও নিজেদের পরিকল্পনা ঠিক করতে ব্যস্ত। তারা নতুন কৌশলে কাজ করছে। তারা খেলোয়াড়দের ম্যাচ প্রস্তুত করতে চাইছে।


এই ব্যস্ততার ভিড়ে বাংলাদেশের ছবি সম্পূর্ণ আলাদা। বিশ্বকাপের আগে বাংলাদেশ কোনও টি–টোয়েন্টি সিরিজ খেলবে না। তাদের শেষ সিরিজ ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে। সে সিরিজে বাংলাদেশ জিতেছিল ২–১ ব্যবধানে। তার আগে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের কাছে তারা হেরে যায় ৩–০ ব্যবধানে। এখন খেলোয়াড়দের সব মনোযোগ বিপিএলকে ঘিরে। ২৬ ডিসেম্বর বিপিএল শুরু হবে। এই টুর্নামেন্ট চলবে বিশ্বকাপের ঠিক আগে পর্যন্ত। এর পর বিশ্বকাপ শুরু হবে ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায়। দুই টুর্নামেন্টের মাঝে সময় থাকবে মাত্র দুই সপ্তাহ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও