মীরসরাইয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত
চট্টগ্রামের মীরসরাইয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
উপজেলার বারৈয়াহাট পৌর সদরে বুধবার রাতে এ সংঘর্ষ হয় বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান।
নিহত তাহমিদ উল্লাহ (২৩) পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মো. আলমগীরের ছেলে।
ফেইসবুকে অনেকে তাহমিদকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য ও নিরাপদ সড়ক চাই-মীরসরাই উপজেলা শাখার যুগ্ম সদস্য সচিব বলেছেন।
জোরারগঞ্জ থানার ওসি কাজী নাজমুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে বারৈয়াহাট পৌরসদরে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে তাহমিদ আহত হন। রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
“প্রাথমিকভাবে আমরা শুনেছি, পূর্ব বিরোধের কারণে গতকাল দুই পক্ষ পৌরসভায় একটি চায়ের দোকানে বৈঠকে বসেছিল। সেখানে সিনিয়রের সামনে একজন জুনিয়র পা তুলে বসাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এরপর দুই পক্ষ সংঘর্ষে জড়ায়।”