সাবের হোসেন চৌধুরীর প্রভাব এখনো অটুট

বণিক বার্তা প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:০০

পণ্যভর্তি কনটেইনার পরিবহন করা হয় কনটেইনারবাহী জাহাজে। ২০২০ সাল থেকে কনটেইনারবাহী জাহাজে সাবের হোসেন চৌধুরীর কর্ণফুলী গ্রুপ বিনিয়োগ করে আসছে। সে বছরের জুনে কর্ণফুলী গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এইচআর লাইনস কনটেইনার জাহাজ পরিচালনার ব্যবসা শুরু করে। জাতীয় পতাকাবাহী এইচআর লাইনস এখন আটটি ফিডার জাহাজ পরিচালনা করছে, যার মাধ্যমে প্রায় ১১ হাজার টিইইউ কনটেইনার পরিবহন করা যায়।


শিপিংবিষয়ক তথ্য বিশ্লেষণ ও পরামর্শদাতা প্রতিষ্ঠান আলফালাইনারের ২০২২ সালের তথ্য অনুযায়ী, বিশ্বের শীর্ষ ১০০ কনটেইনার জাহাজ কোম্পানির মধ্যে সাবের হোসেন চৌধুরীর পারিবারিক প্রতিষ্ঠান এইচআর লাইনসের অবস্থান ছিল ৭১তম। এর দুই ধাপ ওপরে অবস্থান করছে ভারতের রাষ্ট্রায়ত্ত শিপিং করপোরেশন অব ইন্ডিয়া। দক্ষিণ এশিয়ার আর কোনো কোম্পানি এ তালিকায় নেই।


সমুদ্রপথে কনটেইনার পরিবহন ও জাহাজে গত এক দশকে সাবের হোসেন চৌধুরী ও তার পরিবারের একক আধিপত্য দেখা গেছে, যা এখনো অটুট রয়েছে। গত বছর গণ-অভ্যুত্থানে আওয়ামী সরকার ক্ষমতাচ্যুত হলেও দলটির নেতা ও সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর পরিবারের এ ব্যবসায় ভাটা পড়েনি।



কর্ণফুলী গ্রুপ এইচআর লাইনসের মূল প্রতিষ্ঠান। ১৯৫৪ সালে বাংলাদেশে শিপিং ব্যবসার প্রথম প্রজন্মের উদ্যোক্তা হেদায়েত হোসেন চৌধুরীর হাতে প্রতিষ্ঠিত হয়েছিল কর্ণফুলী গ্রুপ। তার ছেলে সাবের হোসেন চৌধুরীর মাধ্যমে গ্রুপটি দ্বিতীয় প্রজন্মে আসে এবং এখন এটি তার সন্তানদের মাধ্যমে তৃতীয় প্রজন্মে পরিচালিত হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও