সাদা রঙে তাপসীর মিনিমাল ম্যাজিক

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫, ১৩:৩৫

সাদা পোশাকে মিনিমালিজম কতটা আধুনিক, শক্তিশালী এবং নজরকাড়া হতে পারে তাপসী পান্নুর সাম্প্রতিক উপস্থিতি তা নতুন করে প্রমাণ করল। উজ্জ্বল, জাঁকজমকপূর্ণ সাজ নয়; বরং নিখুঁত কাট, পরিমিত ডিজাইন আর সঠিক অ্যাক্সেসরিজই যে আজকের ট্রেন্ড নির্ধারণ করে, তার জীবন্ত উদাহরণ তিনি।


ইনস্টাগ্রামে শেয়ার করা লুকটিতে তাপসী পরেছিলেন হাউস অব পিঙ্কসের লামোরা মিডি ড্রেস। পলিয়েস্টার ও স্প্যানডেক্সের বডিকন ফ্যাব্রিক, যা শরীরের গড়নকে স্কাল্পটেড লাইনে তুলে ধরেছে। করসেট-অনুপ্রাণিত স্ট্রাকচার পুরো পোশাকে এনেছে জ্যামিতিক দৃঢ়তা। তার মাঝখানে থাকা শিয়ার মেশ অংশে আছে স্বচ্ছতার আভাস আর সুইটহার্ট নেকলাইন যোগ করেছে স্নিগ্ধ অথচ সাহসী আবেদন। বস্টে হালকা রুশড ডিটেইল সাদার একরঙা সৌন্দর্যে তৈরি করেছে সূক্ষ্ম ভিন্নতা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও