এআই দৌড়ে টিকবে কয়েকটি মাত্র গাড়ি নির্মাতা: গার্টনার
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:৪১
গাড়ি শিল্পে এআই নিয়ে যে উত্তেজনা চলছে, তার বড় অংশই টিকে থাকবে না বলে ইঙ্গিত দিয়েছে নতুন এক গবেষণা।
এ নিয়ে রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে গার্টনারের বিশ্লেষণ তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনটি বলছে, এখন যেখানে প্রায় শতভাগ নির্মাতা আক্রমণাত্মকভাবে এআই বিনিয়োগ বাড়াচ্ছে, ২০২৯ সালে গিয়ে সেই হার নেমে আসবে মাত্র পাঁচ শতাংশে। অর্থাৎ হাতে গোনা কয়েকটি কোম্পানি ছাড়া আর কেউ দীর্ঘমেয়াদে চাহিদা মতো বিনিয়োগ ধরে রাখতে পারবে না।