সিইএস ২০২৬-এর নজরকাড়া যত নতুন ল্যাপটপ
ল্যাপটপ নির্মাতাদের জন্য নতুন বছরের পরিকল্পনা তুলে ধরার অন্যতম মাধ্যম বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি মেলা সিইএস। এবারের মেলায় নতুন ফ্ল্যাগশিপ ল্যাপটপ, গেইমারদের কথা মাথায় রেখে নতুনভাবে তৈরি গেইমিং নোটবুক ও ল্যাপটপের জনপ্রিয় বিভিন্ন সিরিজের উন্নত সংস্করণ দেখিয়েছে বিভিন্ন কোম্পানি।
অনেক পণ্যের বিস্তারিত তথ্য এখনও প্রকাশ্যে আসছে এবং সরাসরি সেগুলো পরখ করেও দেখছেন দর্শনার্থীরা। এ মেলার এরপরও বিভিন্ন কোম্পানি নিজেদের নতুন পণ্যের তথ্য প্রকাশ করবে। ফলে, এই তালিকায় আরও ল্যাপটপ যুক্ত হতে পারে।
এখন পর্যন্ত উন্মোচিত সবচেয়ে গুরুত্বপূর্ণ ও নজরকাড়া ল্যাপটপগুলোয় একবার নজর বুলানো যাক–
লেনোভো লিজিয়ন প্রো রোলএবল
২০২৬ সালের সিইএস মেলায় অনেক ল্যাপটপ নিয়ে হাজির হয়েছে লেনোভো। যার মধ্যে রয়েছে একদম নতুন কনসেপ্ট থেকে শুরু করে বাজারে আসার জন্য প্রস্তুত সব ধরনের ডিজাইন। এগুলোর মধ্যে সবচেয়ে চমকপ্রদ কনসেপ্ট ছিল ‘লিজিয়ন প্রো রোলএবল’ নামের ল্যাপটপটি, যা মূলত একটি গেইমিং ল্যাপটপ।
স্যামসাং গ্যালাক্সি বুক৬ সিরিজ
২০২৬ সালের সিইএস মেলায় ‘গ্যালাক্সি বুক৬’ সিরিজের ঘোষণা দিয়েছে স্যামসাং। ইনটেলের ‘প্যান্থার লেক’ চিপ দিয়ে তৈরি এ সিরিজের তিনটি নতুন ল্যাপটপ হচ্ছে ‘গ্যালাক্সি বুক৬’, ‘বুক৬ প্রো’ ও ‘বুক৬ আল্ট্রা’।
আসুস আরওজি জেফায়রাস ডুয়ো
২০২৬ সালের সিইএস মেলায় নিজেদের ‘আরওজি জেফায়রাস ডুয়ো’ নামের ল্যাপটপের মাধ্যমে গেইমিংয়ের দুনিয়ায় ডুয়াল-স্ক্রিন বা দ্বৈত পর্দার ডিজাইন নিয়ে এসেছে আসুস।
এইচপি ওমনিবুক আল্ট্রা ১৪
২০২৬ সালের সিইএস মেলায় নতুন ফ্ল্যাগশিপ কনজিউমার ল্যাপটপ ‘ওমনিবুক আল্ট্রা ১৪’ দেখিয়েছে এইচপি। এই প্রিমিয়াম ল্যাপটপটি অনেক পাতলা হওয়ার পরও বেশ মজবুতভাবে তৈরি। ল্যাপটপটি কেবল ১০ দশমিক ৭ মিলিমিটার পুরু ও এর ওজন ১২৭০ গ্রাম।