মিক্সড রিয়ালিটি চশমা বাজারে আনার পরিকল্পনা পেছাল মেটা
বণিক বার্তা
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৮
মেটার নতুন মিক্সড রিয়ালিটি চশমা বাজারে আনার পরিকল্পনা পিছিয়ে দেয়া হয়েছে। প্রাথমিকভাবে আগামী বছরের দ্বিতীয়ার্ধে এ চশমা উন্মোচনের কথা থাকলেও, এখন তা পিছিয়ে ২০২৭ সালের প্রথমার্ধে করা হয়েছে। চশমাটির সাংকেতিক নাম দেয়া হয়েছে ‘ফিনিক্স’। খবর টেকক্রাঞ্চ।
ফিনিক্স মূলত একটি মিক্সড রিয়ালিটি গ্লাস প্লাটফর্ম। এর ডিজাইন সাধারণ চশমার চেয়ে কমপ্যাক্ট হেডসেটের মতো। ওজন কমাতে ও তাপ নিয়ন্ত্রণে রাখতে এতে পাক আকৃতির (ছোট, গোল ও প্যাড বা ডিস্কের মতো) বাহ্যিক বিদ্যুৎ উৎস ব্যবহার হবে। এটি অ্যাপল ভিশন প্রোয়ের ব্যাটারি প্যাকের মতোই। এর ডিজাইন ইঙ্গিত দিচ্ছে যে মেটা উন্নত মাইক্রোডিসপ্লে, শক্তিশালী সেন্সর ও উচ্চক্ষমতার ডিসপ্লে প্রযুক্তি ব্যবহার করতে যাচ্ছে।