রেসপিরেটরি সিনসিশিয়াল ভাইরা : সুস্থতায় যা জরুরি
বণিক বার্তা
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৬
শিশুর শ্বাসতন্ত্র সুস্থ রাখা খুবই জরুরি। এজন্য পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ, ধূমপানমুক্ত স্থান ও পর্যাপ্ত পুষ্টির দরকার। বিশেষ করে শীতকালে শিশুর সংক্রমণের ঝুঁকি থাকে। এ সময় শিশু অসুস্থ হলে বা কিছু লক্ষণ দেখা দিলে যেমন শ্বাসকষ্ট, ঠোঁট নিলচে হয়ে গেলে, তখন দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা উচিত।
জরুরি পরিষেবা: শিশুর শ্বাস নিতে কষ্ট হলে, ঘড়ঘড় শব্দ হলে, পাঁজর ডেবে গেলে বা ত্বক নীল হয়ে গেলে হাসপাতালে যান।
চিকিৎসকের পরামর্শ: নিজ থেকে ওষুধ না দিয়ে শিশুরোগ বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন। কারণ সংক্রমণ দ্রুত মারাত্মক হতে পারে।
প্রতিরোধ ও সুস্থতা
পরিষ্কার-পরিচ্ছন্নতা: বাড়ির পরিবেশ ধুলোবালি ও দূষণমুক্ত রাখুন।
ধূমপান পরিহার: বাড়িতে ধূমপান কঠোরভাবে নিষিদ্ধ করুন। কারণ সেকেন্ড-হ্যান্ড স্মোক শিশুর শ্বাসতন্ত্রের জন্য ক্ষতিকর।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- শ্বাসতন্ত্রের সমস্যা