আইএল টি-টোয়েন্টিতে অভিষেকে মুস্তাফিজের ২ উইকেট

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২৫, ১৯:১২

সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি লিগ আইএল টি-টোয়েন্টিতে অভিষেকে বোলিং বেশ ভালোই করলেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের বাঁহাতি পেসার প্রথম বলেই পেলেন উইকেট। পরে শিকার ধরলেন আরও একটি। ক্যাচও নিলেন দুটি। তবে হেরে গেল তার দল দুবাই ক্যাপিটালস।


দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শনিবার গাল্ফ জায়ান্টসের বিপক্ষে ৪ ওভারে ২৬ রানে ২ উইকেট নেন মুস্তাফিজ। ‘ডট’ বল খেলান তিনি ১৩টি, নিজের শেষ ২ ওভারে দেন স্রেফ ৫ রান।


দুবাই ক্যাপিটালস ২০ ওভারে করে ৬ উইকেটে ১৬০ রান। গাল্ফ জায়ান্টস ৪ উইকেটে জিতে যায় ৭ বল বাকি থাকতে।


দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মধ্যে আইপিএল, পিএসএল ও লঙ্কা প্রিমিয়ার লিগে খেলার পর এবার আইএল টি-টোয়েন্টির অভিজ্ঞতা হলো ৩০ বছর বয়সী মুস্তাফিজের।


ইনিংসের দ্বিতীয় ওভারে বল হাতে পেয়েই দলকে প্রথম সাফল্য এনে দেন মুস্তাফিজ। যেখানে বড় অবদান ফিল্ডার জর্ডান কক্সের। লেংথ বল মিড অনের ওপর দিয়ে খেলতে চেয়েছিলেন রাহমানউল্লাহ গুরবাজ। সেখানে দাঁড়ানো কক্স শূন্যে লাফিয়ে এক হাতে মুঠোয় জমান বল।


প্রথম তিন বলে ১ রান দেওয়া মুস্তাফিজ শেষ তিন বলে দেন ১০। তাকে চার ও ছক্কা মারেন পাথুম নিসাঙ্কা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও