উত্তরের জেলা পঞ্চগড়ে আরও কমেছে তাপমাত্রা। আজ শনিবার সকালে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।
এদিন রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস।
পূর্বাভাস অনুসারে, চলতি মাসেই একটি বা দুটি শৈত্যপ্রবাহ আসতে পারে। এগুলোর ধরন হতে পারে মৃদু থেকে মাঝারি। অর্থাৎ তাপমাত্রা কমে ১০ থেকে ছয় দশমিক এক ডিগ্রি সেলসিয়াসের মধ্যে চলে আসতে পারে।
আবহাওয়াবিদরা মনে করছেন, শৈত্যপ্রবাহ হবে ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে এবং দেশের পশ্চিম ও উত্তরাঞ্চলে।
প্রসঙ্গত, তাপমাত্রা ১০ থেকে আট দশমিক এক ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মৃদু ও আট থেকে ছয় দশমিক এক ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মাঝারি ধরনের শৈত্য প্রবাহ বিবেচনা করা হয়।