জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল করা নিয়ে ট্রাম্পের আদেশ বৈধ কি না, দেখবেন সুপ্রিম কোর্ট

প্রথম আলো আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২৫, ১৪:১৪

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব দেওয়ার বিধানকে কঠোর করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে নির্বাহী আদেশ দিয়েছিলেন, সেটির বৈধতা খতিয়ে দেখতে সম্মত হয়েছেন সুপ্রিম কোর্ট। গতকাল শুক্রবার আদালত এ সম্মতি দিয়েছেন।


যুক্তরাষ্ট্রে অভিবাসন কড়াকড়ি করার পদক্ষেপ হিসেবে ট্রাম্প ওই নির্বাহী আদেশ জারি করেছিলেন। এটি মার্কিন সংবিধানের ১৪তম সংশোধনীর সঙ্গেও সাংঘর্ষিক।


গত জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব নেওয়ার প্রথম দিনই তিনি অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারী দম্পতিদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব দেওয়া বন্ধে ওই নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। তবে যুক্তরাষ্ট্রের কয়েকটি নিম্ন আদালত একের পর এক রায় দিয়ে সে সিদ্ধান্তকে আটকে দেন। এখন সুপ্রিম কোর্টের বিচারকেরা নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে মার্কিন বিচার বিভাগের করা আপিল গ্রহণ করেছেন।


ট্রাম্পের আদেশে বলা হয়েছিল, যদি কোনো শিশুর মা–বাবা যুক্তরাষ্ট্রের নাগরিক বা বৈধ স্থায়ী বাসিন্দা (গ্রিন কার্ডধারী) না হন, তবে দেশটির সংস্থাগুলো সেই শিশুর মার্কিন নাগরিকত্ব স্বীকার করবে না।


কিন্তু নিম্ন আদালত রায় দিয়েছিলেন যে ট্রাম্পের এ নীতি যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪তম সংশোধনী ও জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার সংরক্ষণ করা ফেডারেল আইন উভয়ই লঙ্ঘন করছে। ট্রাম্পের নীতির কারণে নাগরিকত্ব হারানোর হুমকিতে থাকা লোকজনের পক্ষে নিম্ন আদালতে মামলা করা হয়েছিল।


জন্মসূত্রে নাগরিকত্ব চ্যালেঞ্জ করে করা মামলায় সুপ্রিম কোর্টে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য এখনো কোনো তারিখ ঠিক করা হয়নি। মামলাটির বিচারপ্রক্রিয়া শেষ হতে কয়েক মাস লেগে যেতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও