সংসদ ও গণভোটের তফসিলের অপেক্ষা, পর্যালোচনায় বসছে ইসি

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৫

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল পর্যালোচনায় সভায় বসতে যাচ্ছে এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।


রোববার সকাল সাড়ে ১০টায় নির্বাচন কমিশনে এ সভা হবে, যাতে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত থাকবেন।


ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করার কথা রয়েছে; আর ফেব্রুয়ারির প্রথমার্ধে একই সময়ে সংসদ নির্বাচন ও গণভোট হবে।


ভোটগ্রহণের সময় একঘণ্টা বাড়ানোসহ মনোনয়নপত্র জমা, বাছাই, প্রত্যহারের শেষ সময় ও ভোটের তারিখ চূড়ান্ত করা হবে রোববারের সভায়। ভোটের কাজের সার্বিক বিষয়ে অগ্রগতির পাশাপাশি পোস্টাল ভোটিংয়ের ব্যালট পেপার আনা-নেওয়ার সময়ও চূড়ান্ত হবে এ সভায়।


এর আগে আইনশৃঙ্খলা সভা ও আন্তঃমন্ত্রণালয় সভা করেছে ইসি। প্রথা অনুযায়ী, রাষ্ট্রপতির কাছে সার্বিক প্রস্তুতি অবহিত করতে ১০ ডিসেম্বর বঙ্গভবনে যাবে নির্বাচন আয়োজনকারী সাংবিধানিক সংস্থাটির সদস্যরা। এরপরে কয়েকদিনের মধ্যে তফসিল ঘোষণা করবেন সিইসি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও