ছোট পর্দার অভিনেতা তিনু করিম লাইফ সাপোর্টে
গুরুতর অসুস্থ ছোট পর্দার অভিনেতা তিনু করিমকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।
গত ২৪ নভেম্বর থেকে রাজধানীর পান্থপথে স্কয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।
শুক্রবার তার শারীরিক অবস্থার অবনতির কথা জানিয়ে স্ত্রী হুমায়রা নওশিন গ্লিটজকে বলেন, “তিনু এখন লাইফ সাপোর্টে আছে। চিকিৎসকরা এখনও নিশ্চিত কিছু বলতে পারছেন না। আজ সকালেও ডাক্তাররা দেখে গেছেন, কিন্তু তার অবস্থার কোনো উন্নতি হয়নি।”
অভিনেতার কী হয়েছিল প্রশ্নে হুমায়রা নওশিন বলেন, “কিছুদিন আগে শরীরে ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়েছিল। তখন ডায়রিয়া, বমিসহ কয়েকটি উপসর্গ দেখা দেয়। পরে সেরে গেলেও হঠাৎ করেই আবার অসুস্থ হয়ে পড়ে তিনু। তার রক্তচাপ ও ব্লাড সুগার মারাত্মকভাবে কমে যায়।
“এরপর তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শুরুতে কেবিনে ছিল, সেখানেই তার হার্ট অ্যাটাক হয়। তারপর থেকেই লাইফ সাপোর্টে। এখন তার প্রেশার পাওয়া যাচ্ছে না, মস্তিষ্কেও কিছু রক্ত জমাট বেঁধেছে।”
- ট্যাগ:
- বিনোদন
- অভিনেতা
- লাইফ সাপোর্ট