ফ্রিজের বরফ জমা মাছ-মাংস দ্রুত নরম করার কৌশল

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২৫, ১৬:৩৯

বাজারে যাওয়ার সময় না থাকার কারণে অনেকেই সপ্তাহের বাজার একদিনেই করে রাখেন। বাধ্য হয়ে মাছ-মাংস ফ্রিজে রাখতে হয়, আর তখন সেটি বরফ হয়ে যায়। কালে তাড়াহুড়ার সময় সেই বরফ গলতে ১ ঘণ্টা বা তার বেশি সময় লাগে।


বরফ জমে থাকা মাছ-মাংস দ্রুত গলাতে অনেকেই গরম পানি ব্যবহার করেন, কেউ মাইক্রোওয়েভ বা খোলা জায়গায় রেখে দেন। কিন্তু এই পদ্ধতি ঠিক নয়। এতে ব্যাকটেরিয়ার বৃদ্ধি বাড়ে এবং মাছ-মাংসের স্বাদ ও পুষ্টিগুণ নষ্ট হয়ে যেতে পারে। মাত্র ১০ মিনিটেই নিরাপদ ও কার্যকর উপায়ে বরফ মুক্ত করা সম্ভব, যা মাছ-মাংসের মানও অক্ষুণ্ণ রাখে।


আসুন জেনে নেওয়া যাক কীভাবে


১. ঈষদুষ্ণ লবণ-পানির ব্যবহার


লবণ-মিশ্রিত ঈষদুষ্ণ পানি সাধারণ পানির তুলনায় বরফ দ্রুত গলাতে সাহায্য করে। গরম ফুটন্ত পানি ব্যবহার না করে, একটি লিটার ঈষদুষ্ণ পানিতে ২ চামচ লবণ মিশিয়ে নিন। এরপর মাছ-মাংসকে এয়ারটাইট প্যাকিং সহ পানিতে ডুবিয়ে রাখুন।


২. ধাতুর ট্রে বা কড়াই ব্যবহার করা


ধাতুতে দ্রুত তাপ পরিবহণ হয়। একটি অ্যালুমিনিয়াম ট্রে উল্টা করে কড়াইয়ের উপর রেখে তাতে মাছ-মাংস রেখে দিন। তার উপরে আরেকটি ধাতব পাত চাপিয়ে দিন। চাপে ও তাপে বরফ দ্রুত গলবে। দুই ধাতব স্তরের মাধ্যমে তাপ দ্রুত চলাচল করলে ১০ মিনিটের মধ্যে বরফ নরম হয়ে যাবে।


৩. ঠান্ডা পানির ব্যবহার


একটি পাত্রে বরফ জমা মাছ-মাংস বের করে কলের চলমান ঠান্ডা পানির নিচে রাখুন। পানির চলাচলে বরফ দ্রুত গলে যাবে এবং ব্যাকটেরিয়া বৃদ্ধির সম্ভাবনাও কম হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও