ঢাকার পথে জুবাইদা, আজ লন্ডনে নেওয়া হতে পারে খালেদা জিয়াকে

ডেইলি স্টার প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:১৮

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন। লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার পরে তার ফ্লাইট ছেড়েছে। জুবাইদা রহমান ঢাকায় আসার পর উন্নত চিকিৎসার জন্য কাতার সরকারের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে আজ শুক্রবার লন্ডনে নেওয়া হতে পারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে।
  
বৃহস্পতিবার রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান গণমাধ্যমকে জানান, জুবাইদা রহমান বিমান বাংলাদেশ এয়ারলাইনসের লন্ডন-ঢাকা ফ্লাইটে দেশে ফিরছেন। শুক্রবার সকাল ৯টা ৩৫মিনিটে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।


এর আগে বৃহস্পতিবার খালেদা জিয়ার উপদেষ্টা এনামুল হক চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, 'যদি ম্যাডামের স্বাস্থ্যের অবস্থা ভ্রমণের জন্য উপযুক্ত হয়, তাহলে শুক্রবার সকালে তাকে লন্ডনে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছি। সবকিছু ম্যাডামের স্বাস্থ্যের ওপর নির্ভর করছে।'


তিনি আরও বলেন, 'খালেদা জিয়ার সঙ্গে থাকবেন তার একজন উপদেষ্টা, পুত্রবধূ, সাতজন চিকিৎসক, দুজন বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্য, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একজন সহকারী, তার সহকারী একান্ত সচিব ও দুইজন গৃহকর্মী।'


এদিকে, খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে 'কারিগরি সমস্যা' দেখা দেওয়ায় ফ্লাইট বিলম্ব হতে পারে বলে জানা গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও