মা-বাবার যেসব ভুল থেকে বাচ্চাদের অভ্যাস খারাপ হয়

কালের কণ্ঠ প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২৫, ১৫:৩৫

প্রায় সময় অনেকে বলে থাকেন, বাচ্চারা বাড়িতে যা দেখে তাই শেখে। যদি মা-বাবা সবসময় সঠিক কাজ করে বলে মনে হয়, তাহলে তারাও সম্ভবত তাদের মতোই হয়ে উঠবে। তবে, যদি মা-বাবা ছোটখাটো ভুলও করে, তাহলে বাচ্চারা তা দ্রুত বুঝতে পারে। কখনো কখনো মা-বাবা নিজেরাও সেগুলো সম্পর্কে সচেতন থাকে না এবং শিশুও সেই একই খারাপ অভ্যাস গ্রহণ করে।


তবে যখন মা-বাবা বুঝতে পারেন যে তাদের সন্তানও তাদের এই ভুল অভ্যাস আয়ত্ত করে নিয়েছে, তখন আসলে অনেক দেরি হয়ে যায়। সে সময়ে শিশুরা তাদের কথা শোনা বন্ধ করে দেয়।


যখন বাচ্চারা তাদের মা-বাবাকে ক্রমাগত ফোন স্ক্রল করতে দেখে, তখন তারা সেই অভ্যাসটি অনুসরণ করে। এর ফলে স্ক্রিন টাইম বাড়ে। পড়াশোনা বা বাইরের কার্যকলাপ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যায়।


যদি বাড়িতে ক্রমাগত ঝগড়া চলতে থাকে তাহলে শিশুরা আক্রমণাত্মক, খিটখিটে ও ভীতু হয়ে উঠতে পারে। তারা কথোপকথনের পরিবর্তে রাগী হয়ে উঠতে পারে। তা ছাড়া যখন বাচ্চারা তাদের মা-বাবাকে ছোট ছোট ঘরের কাজ এড়িয়ে চলতে দেখে বা দায়িত্ব এড়িয়ে যেতে দেখে, তখন তারাও অলসতা এবং গড়িমসি করতে শেখে।


শিশুরা তাদের চারপাশে যা দেখে তাই শেখে। যদি মা-বাবা চান যে তাদের সন্তান আত্মবিশ্বাসী হোক, তাহলে প্রথমে তাদের নিজস্ব অভ্যাসের দিকে মনোযোগ দিতে হবে। কোনো শিশুকে তিরস্কার করার আগে দেখুন যে সে আপনাকেই অণুসরণ করছে কি না। ছোট ছোট পরিবর্তনগুলো একটি শিশুর ভবিষ্যৎকে উল্লেখযোগ্যভাবে সুরক্ষিত করতে পারে, আবার ছোট্ট ভুল তাদের জীবনকে করে তুলতে পারে দুর্বিষহ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও