যুব হকির বিশ্বকাপে গ্রুপপর্বের খেলা শেষে এখন চলছে স্থান নির্ধারণী ম্যাচ। অবিশ্বাস্য পারফরম্যান্স উপহার দিয়েই যাচ্ছেন আমিরুল। করেছেন আসরে নিজের তৃতীয় হ্যাটট্রিক।
এবার আরও ভয়ংকর আমিরুল। হ্যাটট্রিকসহ করেছেন মোট ৫ গোল। তার এমন পারফম্যান্সে ভর করে ওমানের বিপক্ষে ১৩-০ ব্যবধানের দাপুটে জয় পেয়েছে বাংলাদেশের যুবারা।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভারতের মাদুরাইয়ে ওমানের বিপক্ষে পাঁচ গোল করে আমিরুলের গোলসংখ্যা এখন ১২। টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা এখন তিনিই। ৮ গোল নিয়ে দুইয়ে আছেন স্পেনের ব্রুনো আভিলা। ৭ গোল নিয়ে তিনে নিউজিল্যান্ডের জন্টি এলমেস।
আমিরুল ছাড়াও বাংলাদেশের বাকি খেলোয়াড়রাও চেপে ধরে ওমানকে। হ্যাটট্রিক করেন রাকিবুল হাসানও। দুটি করে গোল করেন সাজু ও আবদুল্লাহ। একটি গোল করেন ওবায়দুল।